আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সূর্যমুখি বনে ...... তপন কুমার দাশ এর কবিতা

    আরশি কথা


     সূর্যমুখি বনে ......


    বিধাতা নিজ হাতে আঁকলেন-

     অনন্ত সৌন্দর্য্যের রাশি,ভূমি পর

    যাদুকরি তুলির ছোঁয়ায়, পরম আদরে!


    হৃদয়ের মনিকোঠায় ছিলো আশ-

    গোধূলী বেলা , ঢেউ তুলে বুকে

    শ্যামল বরণ কিষান কন্যা এসে

    দাঁডাবে এ অন্নত সৌন্দর্য্যের মাঝখানে!


    পপৃথিবীর আর সব রঙ রূপ-

    ম্লান হয়ে যাবে, নত হবে সব বিচিত্র বর্ণ।

    কৃষকের বুক চিরে ঝরে পড়া ঘাম থেকে

    এ উর্বর ভুমিতে চিত্রিত হবে শেষ্ঠতর

    ভূবন মোহিনী এক অনুপম চিত্রকলা, 

    এই পূর্ণ শষ্য ক্ষেতে , সূর্যমুখি বনে!



    কবিঃ তপন কুমার দাশ


    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

    ২১শে আগস্ট, ২০২২

    3/related/default