স্বাধীনতা মানে বীরের বলিদান,
চল গাই স্বাধীনতার জয়গান।
সুদীর্ঘ দুশ বছরের বিদেশী শাসনের পরাধীনতা,
তারপরেতে এল ১৫ আগস্টের স্বাধীনতা।
স্বাধীনতা জানে রক্তবিন্দুর মর্ম,
যে রক্ত দিয়েছে নব ভারতের জন্ম।
হিন্দু,মুসলিম,শিখ কেউ বা মারাঠী;
সবাই ছিল হিন্দুস্তানি সবাই ভারতবাসী।
স্ত্রী হারিয়েছে স্বামী মা হারিয়েছে ছেলে,
যারা কোনদিন ফিরবেনা আর ঘরে।
তাদের জন্য দু'ফোঁটা জল ফেলুক চোখের তারা,
যাদের রক্তে লাল হয়েছে রক্তনদীর ধারা।
স্বাধীনতার শুভদিনে পতাকা করো উওোলণ,
জাতীয় সংগীতে কর বীরের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন।
সকলে মিলে শান্তি ঐক্য আর সম্প্রীতিতে,
চল থাকি স্বাধীন ভারতে মিলে মিশে একসাথে।
- সুস্মিতা দত্ত, ত্রিপুরা
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
১৪ই আগস্ট, ২০২২