স্বাধীনতা মানে ভোর থেকে উঠে
প্রভাত ফেরিতে মাতা,
স্বাধীনতা মানে গানে বাজনায়
একসাথে পথ হাঁটা।
স্বাধীনতা মানে জাতীয় পতাকা
শত শহীদের নাম,
স্বাধীনতা মানে স্বদেশ আমার
সাত পুরুষের ধাম।
স্বাধীনতা মানে আঁধারেতে আলো
প্রগতির আলোচনা,
স্বাধীনতা মানে পাড়া ফুটবলে
নতুন উদ্দীপনা।
স্বাধীনতা মানে দুবেলা দুমুঠো
ভাত কাপড়ের আশা,
স্বাধীনতা মানে অলীক স্বপনে
প্রতিনিয়তই ভাসা।
স্বাধীনতা মানে প্রতিটি শিশুর
ইসকুল আর খেলা
স্বাধীনতা মানে বড় মাঠ জুড়ে
ছেলেবেলা মেয়েবেলা।
স্বাধীনতা মানে বুক ভরা গান
রবীন্দ্র-নজরুল,
স্বাধীনতা মানে একটি বৃন্তে
আমরা দুটি ফুল।
স্বাধীনতা মানে আমি তুমি আর
সখা একসাথে খাই,
স্বাধীনতা মানে আমরা সবাই
প্রাণ খুলে গান গাই।
স্বাধীনতা মানে দেশের প্রগতি
রাম রহিমের ঘরে,
স্বাধীনতা মানে শাকিলা কমলা
একসাথে খেলা করে।
স্বাধীনতা মানে নেইকো সীমানা
থাকবেনা কোনওবেড়া,
স্বাধীনতা মানে আমার স্বদেশ
ভালোবাসা দিয়ে ঘেরা।
স্বাধীনতা মানে এ-মাটি আমার
আমার সোনার গাঁ,
স্বাধীনতা মানে স্বচ্ছ সলিল
আমার গঙ্গা মা ।
হায় স্বাধীনতা কবে সেই দিন
আসবে আমার দেশে,
রাজা আর প্রজা থাকবে দুজনে
হেসে আর ভালোবেসে।
- প্রদীপ কুমার পাল, কোলকাতা
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
১৫ই আগস্ট, ২০২২