আমি এক অযাচিত কাক
কা কা শব্দ বহনকারী এক বিরক্তকর প্রাণী!
সকলে যাকে ঘৃণা করে কুৎসিত বলে
নর্দমার ময়লা যার খাদ্য সেই অযাচিত
কণ্ঠে যার কোন মুগ্ধতা নেই, সারাদিন কা কা কা
বৈদ্যুতিক তারে বসে তৈলাক্ত পালকে রৌদ খুঁটে খাই আমার ঝোলাতে থাকে দূরদূরান্তের সকল সংবাদ
কখনো শোক কখনো সুসংবাদ
বাড়ি বাড়ি পৌঁছে সে সকল সংবাদ বিলি করি আমি l
- সারা ফেরদৌস
কবি, প্রাবন্ধিক ও লেখক
ঢাকা, বাংলাদেশ
১৩ই আগস্ট,২০২২