আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    জীবন রহস্য...... ত্রিপুরা থেকে মাধুরী সরকার এর কবিতা

    আরশি কথা

    জীবন রহস্য......


    জীবনের সন্ধিক্ষনে আমি আর মৃত্যু,

    পরস্পরের বন্ধুত্ব যেন চিরকালের।

    যেকোনো সময় সাদা মেঘ হয়ে উড়ে যাবো

    কোন সে সুদূরে ...


    আঁধারে যখন ছেয়ে যায় জীবন

    দরজায় তখন অপেক্ষা করে আমার ছায়া,

    আমি ঠাঁয় দাঁড়িয়ে দেখি 

    মৃত্যুর চৌকাঠ ডিঙ্গানোর দৃশ্য।


    আমি অঝোরে কেঁদে বলি 

    না গো না,নিতে এসোনা আমায়!


    মৃত্যুকে আটকানোর ক্ষমতা নেই কারো,

    প্রতিটি জীবন যেন তার দখলে

    জন্মের পরেই সে অপেক্ষা করে

    তবু মৃত্যুর কাছে আমার জীবন ভিক্ষা!


    আমার অশ্রুধারা গাল বেয়ে মাটিতে মেশে,

    মুহুর্তেই আমার আকাশ পাড়ি।



    - মাধুরী সরকার, ত্রিপুরা


    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

    ১৩ই আগস্ট,২০২২

     

    3/related/default