Type Here to Get Search Results !

সোপান" - ত্রিপুরা থেকে ঝিমলি আচার্য এর কবিতা

সোপান" 


কে ? কে ওখানে ?

       ভানু 

আচমকা ? না-মানে -  

      হুঁ বেআক্কেল ।

উদাস প্রকৃতির গুরুগম্ভীর 

          আচরণ ।

অজ্ঞানতার অন্ধকার ভিড় 

করল টগবগিয়ে উঠল রক্ত 

           পিপাসু ।

অসহ্য যন্ত্রণায় উন্মত্ত, সে

        খোঁজে নির্বৃত্তি।

ধৃষ্টতার চূড়ান্তসীমা দরজা 

        ভাঙতে উদ্যত ।

পুলিশ পালাও পালাও, ভানু 

চপলতা ক্যামেরা বন্দি ।

         পিশাচি ভাবনা, 

আগ্নেয়-গিরির ফুটন্ত 

লাভায় পরিণত করল ।

         নারী শক্তি

জাগ্রত হল রণ হুঙ্কারে 

পাশবিক ভাবনার বিনাশে ।

          অস্ত্র নয়,

হত্যা নয়, নয় যুদ্ধের দামামা ।

             কৌশলী 

আঘাতে নির্মূল হল পিশাচি 

          ভাবনার হীনতা ।


-ঝিমলি আচার্য, উদয়পুর  

৭ই আগস্ট, ২০২২