কর্মসংস্কৃতি খতিয়ে দেখতে বুধবার আগরতলার গুর্খাবস্তিস্থিত স্বাস্থ্য অধিকর্তার কার্যালয় পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। প্রথমে তিনি অধিকর্তার কার্যালয়ের দ্বিতলে থাকা প্ল্যানিং সেকশন ঘুরে দেখেন। তারপর একে একে দ্বিতল ও ত্রিতলে থাকা বিভিন্ন সেকশন পরিদর্শন করেন।
এদিন মুখ্যমন্ত্রী স্টোর এন্ড পারচেজ সেকশন, একাউন্টস সেকশন, জেনারেল সেকশন, রিসিভ এন্ড ডেসপ্যাচ সেকশন, প্ল্যানিং এন্ড বাজেট সেকশন সহ একাধিক সেকশন ঘুরে দেখেন। সেকশন পরিদর্শনের সময় অফিসের কর্মচারি ও আধিকারিকগণের সঙ্গে কাজকর্ম সম্পর্কে কথা বলেন।পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, মুখ্যমন্ত্রীর পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী হওয়ার সুবাদে আজকের এই পরিদর্শন প্রক্রিয়া। আগামীতেও এধরণের পরিদর্শন প্রক্রিয়া অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, পরিদর্শনকালে মোটামুটি সমস্ত কর্মচারিগণ অফিসে হাজির ছিলেন এবং যার যার কাজকর্ম করছেন। এজন্য সন্তোষ প্রকাশ করেন তিনি। সেই সাথে প্রত্যেক কর্মীকে সময় মতো অফিসে আসার পরামর্শ দেন। এর পাশাপাশি স্বাস্থ্য অধিকর্তার বিল্ডিংটি অনেক পুরনো হওয়ার কারণে ভবিষ্যতে একে সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। এদিন পরিদর্শনকালে মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাঃ শুভাশিস দেববর্মাসহ অন্যান্য পদস্থ আধিকারিকরা।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
৩১শে আগস্ট, ২০২২