আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    শিশু বিহার এলামনি এসোসিয়েশনের উদ্যোগে ২৫ আগস্ট শুরু হচ্ছে আন্ত বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতাঃ আগরতলা

    আরশি কথা

    বিশেষ প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    শিশু বিহার এলামনি এসোসিয়েশনের উদ্যোগে আগামী ২৫ আগস্ট, ২০২২ 'VIPRALAPTA' শীর্ষক একটি আন্ত বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা হতে চলেছে রবীন্দ্র ভবনে।ঐদিন সকাল ১০টায় ২নং হলে অনুষ্ঠানটি শুরু হবে বলে জানান উদ্যোক্তারা। এই বছর অষ্টম বছরে পদার্পনক্তারা 'VIPRALAPTA'। বিগত ৭ বছর ধরে Vipralapta রাজ্যের অন্যতম এক বিতর্ক প্রতিযোগিতা হওয়ার সুনাম অর্জন করেছে।বিগত বছরগুলোতে রাজ্যের বিশিষ্টজনেরা বিচারকের আসন অলংকৃত করেছেন। এবছরও বিচারকের ভূমিকায় থাকবেন রাজ্যের ৩জন বিশিষ্ট ব্যাক্তিত্ত্ব।অনুষ্ঠানটিতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ।সম্মানিত অতিথি হিসেবে আসন অলংকৃত করবেন রাজ্যের এডভোকেট জেনারেল সিদ্ধার্থ শংকর রায় মহাশয়। বিতর্ক প্রতিযোগিতার দিন অর্থাৎ ২৫ আগস্ট দর্শকদের জন্য ও থাকছে কুইজ প্রতিযোগিতা এবং আকর্ষণীয় পুরস্কার। এছাড়া Online Essay competition এর আয়োজনও করা হয়েছিল যার বিষয় ছিল "It is not only the responsibility of the government to make a city smart" এবং Online Riddle ও Quiz Competition ও চলছে শিশু বিহার এলামনির তরফে। এই দুটি বিষয়েই উল্লেখ্যোগ্য সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা.২৫ আগস্টের অনুষ্ঠানে এই দুই প্রতিযোগিতার বিজয়ীদেরও পুরস্কৃত করা হবে।

    এমর্মে সোমবার একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় আগরতলা প্রেস ক্লাবে।সম্মেলনে উপস্থিত ছিলেন শিশু বিহার এলামনি এসোসিয়েশনের সচিব অভিজিৎ সমাজপতি, কনভেনার চিরন্তন দাস এবং এলামনি এসোসিয়েশনের উপদেষ্টা কমিটির সদস্য ডঃ সজল নাথ সহ অন্যান্য সদস্যরা।এনারা বিস্তারিত ভাবে বিতর্ক প্রতিযোগিতার প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছেন।এবছর ২১ টি বিদ্যালয়ের ৪২ জন ছাত্রছাত্রী অংশগ্রহন করছে বিতর্ক প্রতিযোগিতায় যা বিগত ৭ বছরের রেকর্ডকে ভেঙে দিয়েছে ।সচিব অভিজিৎ সমাজপতি অনুষ্ঠানটিকে সফল করে তোলার জন্য সবার প্রতি আহ্বান রাখেন।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ২২শে আগস্ট, ২০২২



     

    3/related/default