Type Here to Get Search Results !

বাংলাদেশের ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদকের সঙ্গে ভারতের হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ

আবু আলী

ঢাকা, আরশিকথা।।


বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বিদায়ী সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ কার্যালয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

এসময় বিদায়ী ভারতীয় হাইকমিশনার দোরাইস্বামী ভারতের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের সরকারি দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বের যে ভূমিকার প্রশংসা করেন।

বিক্রম কুমার দোরাইস্বামী ভারতের ঋণ সহায়তার আওতায় যে সকল চলমান প্রকল্পগুলো আছে তা দ্রুত ভালোভাবে শেষ করতে তাকে ও তার টিমকে পরামর্শ দেওয়ায় ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানান।

এদিকে বুধবার (১৪ সেপ্টেম্বর) গণভবনে বাংলাদেশ সরকার প্রধান শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করবেন দোরাইস্বামী। কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে। 

সূত্র জানায়, চলতি মাসের শেষের দিকে ঢাকায় দায়িত্ব পালন করতে আসবেন ভারতীয় নতুন হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। বর্তমান হাইকমিশনার দোরাইস্বামীও চলতি মাসে নয়াদিল্লি ফিরে যাবেন। তাকে যুক্তরাজ্যে ভারতীয় হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে দিল্লি। ২০২০ সাল থেকে ঢাকায় দায়িত্ব পালন করে আসছিলেন দোরাইস্বামী।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.