Type Here to Get Search Results !

দুর্গাপূজা উপলক্ষে রায় শ্রীপর্ণার পুজোর গান ‘কন্যা আইল’ প্রকাশ

প্রভাষ চৌধুরী, আরশিকথাঃ দুর্গাপূজা উপলক্ষে মহালয়ার দিনে ‘কন্যা আইল’ শিরোনামের মৌলিক গান নিয়ে শ্রোতাদের মাঝে হাজির হয়েছেন ভারত-বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী রায় শ্রীপর্ণা। পূজার এ গানটি রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে কণ্ঠশিল্পীর ‘Roy Sreeparna’ নামে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে গানটি প্রকাশ হয়েছে। গানটির সংগীতায়োজন করেছেন দেবদীপ বণিক। এ গানের কথা ও সুরকার শিল্পী নিজেই। অডিও মিক্সিং অ্যান্ড মাস্টারিং করেছেন দেবদীপ বণিক, সিনেমাটোগ্রাফার ও ভিডিও এডিটিং মনজিত দেববর্মা। ভারতের ওআরবি ক্রিয়েশন স্টুডিওতে গানটি রেকর্ডিং করা হয়েছে। বাঁশিতে ছিলেন স্বরুপ মুখার্জি। গিটারে অরিন্দম সরকার।
দুর্গাপূজা স্পেশাল গানটি নিয়ে বেশ আশাবাদী শিল্পী। এ বিষয়ে রায় শ্রীপর্ণা বলেন, দুই বছর আগে দুর্গাপূজা উপলক্ষে ‘ঢাক বাজা কাঁসর বাজা’ গানটি বেশ সাড়া ফেলেছিল। আশা করি এবারও ‘কন্যা আইল’ শিরোনামের পূজার এ গান শ্রোতাদের মনে দোলা দেবে। ঢাকের তালে গানের ছন্দে কোমর দুলে উঠবে সবার।
তিনি আরও বলেন, ‘শ্রোতাদের বলতে চাই, আপনারাই আমার অনুপ্রেরণা। আপনাদের জন্যই গেয়ে যেতে চাই। রায় শ্রীপর্ণা ইউটিউব ও ফেসবুক পেজের সঙ্গেই থাকুন।’ এর আগে ২৯ জুন ‘দিলকো করার আয়া’ শিরোনামের গান রিলিজ হয় জনপ্রিয় এ সংগীতশিল্পীর। ভারতের ক্লাসিক্যাল মিউজিকে স্বর্ণপদক পাওয়া ত্রিপুরার রায় শ্রীপর্ণার কণ্ঠে ‘জান নিসার’, ‘কলঙ্ক’, ‘ঢাক বাজা, কাসর বাজা’ ‘দ্য লিজেন্ড’ শিরোনামের গান বিপুল জনপ্রিয়তা পেয়েছে।


আরশিকথা প্রচার-বিনোদন

২৮শে সেপ্টেম্বর ২০২২
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.