অন্যান্য বছরের মত এ বছরও শারদীয়া স্বর্ণ সম্ভারের আয়োজন করতে চলেছে প্রতিষ্ঠিত স্বর্ণ ব্যবসায়ী প্রতিষ্ঠান শ্যামসুন্দর কোং জুয়েলার্স। ২১ সেপ্টেম্বর অর্থাৎ বুধবার থেকে তা শুরু হচ্ছে। চলবে এক অক্টোবর পর্যন্ত। শ্যামসুন্দরের সব ক'টি শাখাতেই স্বর্ণ সম্ভার চলবে। এবছর প্রতি ১৫ গ্রাম স্বর্ণ ক্রয়ের উপর থাকছে সোনার কয়েন। ১৫ গ্রামের নিচে প্রতি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার। সোনার গয়নার মজুরিতে ২০ শতাংশ, হীরার গয়নার মজুরিতে ৭৫ শতাংশ এবং রুপার গয়নার মজুরিতে ১০ শতাংশ ছাড় দেওয়া হবে। এবছর স্বর্ণ সম্ভারের কুড়ি বছর পূর্তিতে ডেইলি লাকি ড্র হিসেবে থাকতে তিনটি স্বর্ণ মুদ্রা। মেগা ড্র হিসেবে রাখা হয়েছে দুইটি স্কুটি ও একটি গাড়ি। মঙ্গলবার একটি গেস্ট হাউসে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেন শ্যামসুন্দরের ডিরেক্টর রূপক সাহা।সাংবাদিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টলিউডের খ্যাতনামা অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।
আরশিকথা প্রচার-বিনোদন
২১শে সেপ্টেম্বর ২০২২