আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রবীন্দ্র সঙ্গীত ।। কবিতা ।। রবীন্দ্র চক্রবর্তী, আমেরিকা

    আরশি কথা

    ।। রবীন্দ্র সঙ্গীত ।।


    কোন ঈশ্বর, কোন অজানা প্রাতে,

    তোমার লেখনী নিলেন আপন হাতে? 

    কোন সে ঋষির পুণ্য মনন ধন 

    তোমার ধ্যানেতে করলে আলিঙ্গন? 

    তোমার বাণীতে কোন সনাতন জ্ঞান

    অমর্ত্যেরই ছন্দে পেল প্রাণ? 

    জীবন মরণ সীমানা দিলে যে পাড়ি 

    রণক্ষেত্রে ছড়ালে শান্তি বারি, 

    তোমার গানেতে লজ্জা পেল শোক 

    অশুভ সজ্জা ঘুচালো শুভ আলোক!

    নেই তো সেথায় মৃত্যু, ক্লান্তি জরা 

    অপরূপ বুঝি আপনি দিলেন ধরা -

    সে তো গান নয়, দিব্য মন্ত্র মোর;

    বিশ্ব নিঙাড়ি আনা সত্যের জোর!


    - রবীন্দ্র চক্রবর্তী, আমেরিকা 


    ২৫শে সেপ্টেম্বর ২০২২

     

    3/related/default