ভালোবাসা মানে......
ভালোবাসা মানে,
শুধু তুমি আর আমি।
ভালোবাসা মানে,
চাই না কোনো উপহার দামি দামি।
ভালোবাসা মানে,
দুজনে মিলে একরাশ পাগলামি।
ভালোবাসা মানে,
শুধু মনের কথা কাহিনী।
ভালোবাসা মানে,
ঘুরে বেড়ানো পাহাড় সমুদ্র নদী।
ভালোবাসা মানে
আজীবন থাকব পাশাপাশি
ভালোবাসা মানে,
ভয় নেই ,যদি তুমি ধরে থাকো হাত টি।
ভালোবাসা মানে,
খুঁজে পাওয়া মনের মানুষ টি।
ভালোবাসা মানে,
খেয়াল রাখা দুজনার সব খুঁটিনাটি।
ভালোবাসা মানে,
মাঝে মাঝে একটু খুনশুটি।
ভালোবাসা মানে,
কারনে অকারণে সামান্য রাগারাগি।
ভালোবাসা মানে,
যখন তখন একটু ঝগড়া ঝাটি।
ভালোবাসা মানে,
মান ভাঙ্গানোর লাল গোলাপ টি।
ভালোবাসা মানে,
একসাথে দেখা পূর্ণিমার চাঁদ টি।
ভালোবাসা মানে,
রঙ্গিন স্বপ্নে বিভোর দুটি জোড়া আঁখি।
ভালোবাসা মানে,
সব ভুলে শুধু সুখ সাগরে হাঁটাহাঁটি।
ভালোবাসা মানে,
বেঁচে থাকার একমাত্র আশা ভরসা খানি।
ভালোবাসা মানে,
তোমার বিরহে কাটানো প্রতিটি বিনিদ্র রজনী।
ভালোবাসা মানে,
তোমায় নিয়ে গড়া সুন্দর পৃথিবী।
ভালোবাসা মানে,
পারব না তোমায় ছাড়া নিঃস্ব হয়ে আমি বাঁচতে একাকী।
- সপ্তর্ষি লস্কর,আগরতলা
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
২৫শে সেপ্টেম্বর ২০২২