রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার বিশেষ অনুরোধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ব্রু শরণার্থী পুনর্বাসন প্রক্রিয়ার সময়সীমা বৃদ্ধি করতে সম্মত হয়েছে। এই প্রক্রিয়া কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের সদিচ্ছা ও ইতিবাচক মনোভাবের পরিচায়ক। ডবল ইঞ্জিন সরকারের সুফল পাচ্ছেন রাজ্যবাসী। এক বিবৃতিতে এমনটাই অভিমত ব্যক্ত করলেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য।
এই ব্যাপারে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে দুজনকেই অভিনন্দন জানিয়েছেন। প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য আশা প্রকাশ করেন যে কেন্দ্র ও রাজ্য সরকারের মিলিত প্রয়াসে ঐ শরণার্থী পুনর্বাসন প্রক্রিয়া অতি দ্রুত সম্পন্ন হবে।আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
২১শে সেপ্টেম্বর ২০২২