ত্রিপুরা ওয়েব মিডিয়া ফোরামের তরফে একটি সভা্ রবিবার অনুষ্ঠিত হয়েছে।উক্ত সভার শেষ পর্যায়ে আগামী দুই বছর, ২০২২-২০২৪ এর জন্য ফোরামের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। পুনর্গঠিত কার্যকরী কমিটিতে সভাপতি হীরক গুপ্ত, সম্পাদক অভিষেক দে এবং কোষাধ্যক্ষ হিসেবে বিন্দুস্মিতা ভৌমিক নির্বাচিত হয়েছেন। এছাড়া দশ সদস্য বিশিষ্ট কমিটির সহ-সভাপতি হিসেবে বাপি রায়, সহ-সম্পাদক হিসেবে দ্বীপজিৎ আচার্য এবং কার্যকরী সদস্য হিসেবে শান্তনু চক্রবর্তী, দীপঙ্কর দেব, জয়ন্ত দাস, রানা দেববর্মা ও সন্দীপ বিশ্বাস নির্বাচিত হয়েছেন। পুনর্গঠিত কমিটির পক্ষ থেকে ফোরামের ঐতিহ্য অনুযায়ী সদস্যদের প্রদত্ত প্রস্তাব অনুসারে আগামী দিনে কার্যক্রম চালিয়ে নেওয়ার প্রয়াস থাকবে বলে জানানো হয়েছে। সর্বোপরি ফোরামের সকল সদস্যদের এ বিষয়ে সহযোগিতার হাত প্রশস্ত করার আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, নবনির্বাচিত এই কমিটি ত্রিপুরায় নতুন সৃষ্ট ওয়েবসাইট নিয়ে যেমন কাজ করবে, তেমনি মিডিয়া ওয়ার্কশপ এবং প্রেস স্টিকারের অপব্যাবহার বন্ধ করার জন্য প্রশাসনিক স্তরে কথা বলা সহ বিভিন্ন উদ্যোগ নেবে বলে জানিয়েছেন ত্রিপুরা ওয়েব মিডিয়া ফোরামের নব নির্বাচিত সম্পাদক অভিষেক দে।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
৪ঠা সেপ্টেম্বর, ২০২২