Type Here to Get Search Results !

শিক্ষা ব্যবস্থার হাল ফেরাতে তৃণমূল ছাত্রদের ডেপুটেশন ঃ আগরতলা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


শিক্ষার মান উন্নয়নে একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেও সেগুলো পূরণ করেনি বিজেপি। এই অভিযোগ তুলে শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন দিল রাজ্য তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ।


বুধবার মিছিল করে শিক্ষা ভবনের সামনে যায় তৃণমূল ছাত্র পরিষদের সদস্য সদস্যরা। কর্মসূচির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের ইনচার্জ রাজীব ব্যানার্জি।
তিনি বলেন, বিজেপি ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিল প্রতিটি নির্বাচনী এলাকায় ডিগ্রী কলেজ করা হবে। শিক্ষার মান উন্নয়নের সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হবে। কিন্তু দেখা যাচ্ছে শিক্ষকের অভাবে স্কুলগুলিতে পড়াশোনা হচ্ছে না। বিদ্যাজ্যোতি প্রকল্পের ১০০০ টাকা করে নিয়েও স্কুলগুলির পরিকাঠামোগত উন্নয়ন হচ্ছে না। মিড ডে মিলের খাবার খাওয়ার অনুপযোগী।
তাই ছাত্র-ছাত্রীদের স্বার্থে ১০ দফা দাবিতে তৃণমূল ছাত্র পরিষদ রাস্তায় নেমেছে বলে জানান তিনি।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সুমিত কুমার সিংহ

২১শে সেপ্টেম্বর ২০২২

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.