১০ সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। এই উপলক্ষে শনিবার আগরতলায় একটি সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি রবীন্দ্র শতাবর্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এসে সমাপ্ত হয়।
জাতীয় মানসিক স্বাস্থ্য কর্মসূচি , জাতীয় স্বাস্থ্য মিশন, ত্রিপুরা ও ইন্ডিয়ান সাইকাট্রিক সোসাইটি'র ত্রিপুরা রাজ্য শাখার যৌথ উদ্যোগে এই র্যালির আয়োজন করা হয়। র্যালির উদ্বোধন করেন মিশন অধিকর্তা শুভাশিস দাস।
এই র্যালিতে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান সাইকাটিক সোসাইটি, ত্রিপুরা রাজ্য শাখা, অল ত্রিপুরা গভঃ ডক্টরস অ্যাসোসিয়েশনের সদস্য-সদস্যাবৃন্দ সহ নার্সিং পাঠরত ছাত্রছাত্রী, বিভিন্নস্তরের কর্মচারি, স্বেচ্ছাসেবীবৃন্দ ও আসাম রাইফেলসের জওয়ানরাও অংশগ্রহণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার ডা. উদয়ন মজুমদার সহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকরা।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
১০ই সেপ্টেম্বর ২০২২