Type Here to Get Search Results !

"শরতের শুভ্রতা" ।। কবিতা ।। আবু আলী,বাংলাদেশ

শরতের শুভ্রতা" 
 

বর্ষার বিষণ্ন-বিধুর নিঃসঙ্গতা ফেলে

শুভ্রতা ও স্নিগ্ধতা নিয়ে আসে শরৎ।


মেঘ, বৃষ্টি আর রোদের খেলা চলে

দিগন্তজুড়ে সাত রঙা হাসির রঙধনু।

শরৎ মানেই নীল, সাদা আর সবুজের ঐকতান।


নদী কিংবা জলাধারে ফোটে সাদা রঙের কাশ

ঘরের আঙিনায় শিউলি ফোটে

খাল, বিল-ঝিলে শাপলা, শালুক ও পদ্ম।

আকাশে চরে গুচ্ছ গুচ্ছ সাদা মেঘের ভেলা

সকাল, দুপুর, বিকেল, রাতে বদলায় নিজের রূপ

কাশফুলের বিস্তীর্ণ মোহ আর শিউলির সুবাসে প্রাণবন্ত

আপ্লুত ভাবাবেগে ব্যাকুল হয় মন।


- আবু আলী,বাংলাদেশ 


ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

১০ই সেপ্টেম্বর ২০২২

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.