স্বাভিমানের পক্ষ থেকে সোমবার আয়োজন করা হয় এক সচেতনতামূলক শোভাযাত্রার। শোভাযাত্রাটি উমাকান্ত স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রবীন্দ্রভবনে গিয়ে সম্পন্ন হয়।
উল্লেখ্য, স্বাভিমান হল ত্রিপুরার প্রথম রেজিস্টার এলিজিবিলিটি কমিউনিটি ওয়েলফেয়ার সোসাইটি। গোটা কর্মসূচি সম্পর্কে জানালেন সংগঠনেরই এক সদস্য।তিনি বলেন, এই শোভাযাত্রার মাধ্যমে তাদের পক্ষ থেকে সমাজকে একটাই বার্তা থাকবে, সকলেরই স্বাধীনভাবে, স্বাভাবিকভাবে বাঁচার অধিকার রয়েছে। এই অধিকার কেউ কোনদিন ক্ষুন্ন করতে পারে না। তারা যেমন, সমাজের সবাই যেন তাদেরকে সেই ভাবেই স্বীকার করে নেয়। তিনি বলেন, বর্তমানে আইন ও স্বীকৃতি দিয়েছে সমকামীতাকে। তারা চাইছেন দেশের বিভিন্ন জায়গায় যেমন ভাবে এই সম্পর্ককে মেনে নিয়েছে তেমনি এখানেও যাতে এ ধরনের সম্পর্ক সহজ ভাবে মেনে নেয় সবাই।
তিনি বলেন, বর্তমান রাজ্য সরকারের উদ্যোগে ত্রিপুরা ক্রমশঃ উন্নয়নের দিকে এগোচ্ছে। সেই উন্নয়নের ধারায় তাদেরকেও যেন শামিল করা হয় রাজ্য সরকারের প্রতি এই আবেদন রাখেন তারা।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
১২ই সেপ্টেম্বর ২০২২