।। সতর্কতা সচেতনতা ।।
চারিদিকে নানা দুর্নীতি, কালোবাজারি আর ভ্রষ্টাচারে,
ঘুষ হয়েছে বাধ্যতামূলক বহু কাজেতে।
কখনও ভেবে দেখেছি কি আমরা?
এসবের শুরু আমাদেরই ঘরে আমাদের দ্বারা!
ছোট্ট খোকাকে যখন মা বলে " যদি থাকো লক্ষী ছেলে হয়ে,
দেবো লজেন্স, চকোলেট ব্যাগ ভরে"।
কিংবা যদি বলে " ফোনটি ধরে বলে দিবি বাবা তো নেই বাড়ি!
সত্যি বলছি কিনে দেবো তুই যা চাইবি"।
সেই থেকে যে করবো তখনি কাজ যদি পাই যা চাইবো তা,
এই ধারণা হয়ে যায় শিশুর মনের মধ্যে গাঁথা,
সে বুঝে যায় এ জগতে সবই শুধু দেনা পাওনার খেলা।
নৈতিকতা, নিষ্ঠা আর সততা
এসব আজ শুধুই বইয়ের ভাষা।
প্রধান হলো স্বার্থসিদ্ধি, বিনিময়ে আত্ম সম্মান চুলোয় গেলে যাক্ না।
রুখতে এই সকল ভ্রষ্টাচার,
এখনি সময় গর্জে ওঠার।
ঘুষ নেওয়া বা কাউকে কখনও দেওয়া,
এর বিরুদ্ধে সকলে যদি একজোটে বলতে পারে "না"
তবেই সতর্কতা সচেতনতা সপ্তাহের সার্থকতা।
আজ এই সতর্কতা সচেতনতা সপ্তাহে সকলে এই অঙ্গীকার করবো,
না ঘুষ নেবো, না কখনও কাউকে দেবো,
ভবিষৎ প্রজন্মের জন্য ভ্রষ্টাচার মুক্ত এক সুস্থ সমাজ গড়বো।
সপ্তর্ষি লস্কর
রামনগর, আগরতলা
২৬শে অক্টোবর, ২০২২