সুখতাপ শঙ্কিত মন
নির্জন নির্ঝর ঝরঝর
সময়ে থামে ঝড়
থামে উত্তাল তরঙ্গ খেলা
নিশ্চুপ নিরানন্দ বেলা
অন্তরীক্ষে যে বাজনা বাজে
সর্বত্র উদ্যম প্রকৃত সাঁজে
নয়নাভিরাম লাজে..
হে সুখ করেছি প্রণাম
দুঃখের সমুদ্র মোর
ক্রন্দনে ভাসাই তারে
নিরাশার জীবন বৃন্দাবনে
হাহাকার হৃদয়ে মোর অতল সায়রে!
- সারা ফেরদৌস, বাংলাদেশ
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
২৯শে অক্টোবর ২০২২