আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ।। আমার তুই ।। কবিতা ।। নাসরিন আক্তার, বাংলাদেশ

    আরশি কথা

    ।। আমার তুই ।।


    থাকলে রে তুই অনেক ভালো

    মন যে আমার খুশি;

    ভালোবাসার অনুভবে

    তোকে মনে পুষি।


    আয় না হাসি আমরা দুজন

    হাতে রেখে হাত

    আজকে দুজন গল্প করে 

    কাটিয়ে দেব রাত।


    উপন্যাসের উপাখ্যানে

    মন দিয়েছি তোকে

    তুই আর আমি থাকব বেঁচে

    অপার স্বপ্নলোকে।


    প্রেম করেছি প্রেম করেছি

    তোরই সাথে আমি;

    এমন প্রেমের নাম দিয়েছি

    শুধুই বদনামি।


    কেমন করে এমন হলো

    বলতো আমায় তুই,

    চোখ বুঝলেই হাত বাড়িয়ে

    তোকে আমি ছুঁই।


    পুতুল খেলার সঙ্গী হবি?

    ছোট্ট বেলার মতো,

    তোর হাতেতে তুলে দেব

    স্বপ্ন আমার যতো।


    এই যে খুশি আমায় দিলি

    আকাশ ভরা হাসি,

    মনে রাখিস এই আমি যে

    তোকে ভালোবাসি।


    তোকে আমি সাজিয়ে দেব

    রঙিন ভালোবাসায়

    নতুন করে বাঁচবি যে তুই

    নতুন আশায় আশায়।


    -নাসরিন আক্তার (সন্ধ্যা তারা)

    বাংলাদেশ 


    ২৯শে অক্টোবর ২০২২


     

    3/related/default