।। বন্যা ।। কবিতা ।। কল্যাণী ভট্টাচার্য্য, আগরতলা

আরশি কথা

।। বন্যা ।।


আমার বাড়ি ভাঙন ধরা

অজয় নদীর বাঁকে

জল যেখানে হাঁটুর সমান

পা ডুবে যায় পাঁকে। 


সেথায় আমার ছোট্ট উঠোন

ছোট্ট মাটির ঘর

তারই পাশে আছে পাতা

আমার মায়ের কবর। 


আমার ছোট্ট আঙিনায়

ছোট্ট গোলাপ চারা

সারা বাড়ি গন্ধে আমোদ

আনন্দে মাতোয়ারা। 


মায়ের আঁচল ছেয়ে আছে

ছোট্ট ঘরটি ঘিরে

চলতি পথে পথিক যতো

চায় যে ফিরে ফিরে। 


হঠাৎ দেখি একি হলো

সব যে জেরবার

জলের স্রোতে ভাসিয়ে নিল

হলো যে ছারখার।


গোয়াল ঘরে ছিল আমার

দুটি যমজ ভাই

দড়ি ছিঁড়ে কোথা পালালো

দেখতে নাহি পাই। 


বিনয় করে বলছি তোমায়

চরণ দুটি ধরে

কোথাও যদি পাও ওদের

রেখো গোয়াল ঘরে।।


- কল্যাণী ভট্টাচার্য্য, আগরতলা 


১৬ই অক্টোবর, ২০২২

 

3/related/default