Type Here to Get Search Results !

ধনতেরাস এবং দীপাবলি উপলক্ষে স্বর্ণকমল জুয়েলার্স এর ধনতেরাস ধনসমৃদ্ধি অফার ঃ আগরতলা

ধনতেরাস এবং দীপাবলি উপলক্ষে স্বর্ণকমল জুয়েলার্স আগামী ১৭ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ত্রিপুরার জনগনের জন্য নিয়ে এসেছে শহরের সেরা ধনতেরাস এবং দীপাবলি অফার সঙ্গে সবচেয়ে বড় হীরার প্রদর্শনী।রবিবার এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে সংস্থার তরফ থেকে এই অফার সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।  
স্বর্ণকমল জুয়েলার্স এর তরফে যে অফারগুলি রয়েছে তা হলো ঃ

# সোনার গহনার মজুরিতে ফ্ল্যাট ২৫ শতাংশ ছাড় । 

# হীরের গহনার মজুরিতে ফ্ল্যাট ১০০ শতাংশ ছাড় ।

# থাকছে কেনাকাটার উপর সুনিশ্চিত স্বর্ণমুদ্রা ।

# বাম্পার লাকি ড্র -তে ১০টি হীরের আংটি এবং প্রতিদিনের লাকি ড্র -তে ২টি  সোনার কয়েন জেতার সুবর্ণ সুযোগ।

# এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে নিশ্চিত উপহার। থাকছে পুরনো গহনার সমমূল্যের নতুন হলমার্ক যুক্ত গহনা কেনার সুবর্ণ সুযোগ।

এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে সংস্থার কর্ণধার গোপাল চন্দ্র নাগ এবং পরিচালক দিবাকর নাগ রাজ্যবাসীকে ধনতেরাস এবং দীপাবলির অগ্রিম শুভেচ্ছা প্রদান করে ধনতেরাস ধনসমৃদ্ধি অফার সম্পর্কে সব তথ্য প্রদান করেন।      পরিশেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান সংস্থার ব্র্যান্ড ম্যানেজার সুরজিৎ চক্রবর্তী।

আরশিকথা ডেস্ক
আগরতলা

১৬ই অক্টোবর ২০২২

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.