আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ।। সুখ পাখি ।। কবিতা ।। শর্মিষ্ঠা ভট্টাচার্য, আগরতলা

    আরশি কথা

    ।। সুখ পাখি ।।


    তোমার সুখের সঙ্গী হতে 

    চাই না আমি, 

    নই তো সুখ পাখি -- 

    ডেকো যখন দুঃখে 

    থাকে মন 

    ভ'রে থাকে জলে 

    দুটি আঁখি। 

    হাতটি আমার বাড়িয়ে দেব 

    তোমার পানে 

    মুছিয়ে দেব চোখের 

    যত জল। 

    আলতো ক'রে খাবো চুমু 

    তোমার কপালে 

    বলব তখন, "এই তো আমি 

    পাশেই আছি 

    হয়ে তোমার দুখের সম্বল। 

    ভাবনা কেন সোনা এত 

    ছিনিয়ে নেব ঠিক

    কষ্ট তোমার আছে যত।" 


    কিছুই আমি চাইনা প্রিয় 

    কাটিয়ে দিতে পারি, 

    শুধু তাকিয়ে 

    তোমার মুখ পানে 

    বাকি এ জীবন খানি।

    তুমি যখন হাসবে আনন্দে

    গাইবে সুখের গান -- 

    জানবো ভগবান 

    করেছেন আমায়

    আমার ভালোবাসার বর দান। 

    প্রার্থনা মোর এটাই শুধু 

    আমায় রেখো মনে...। 

    তোমার চোখে জল এলে

    জলে ভরে 

    আমারও দুটি আঁখি। 

    কারন...

    আমি যে নই শুধু সুখ পাখি, 

    আমি যে নই শুধু সুখ পাখি!!!


    - শর্মিষ্ঠা  ভট্টাচার্য, আগরতলা


    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

    ১৬ই অক্টোবর ২০২২

     

    3/related/default