Type Here to Get Search Results !

কো জাগরী - কোজাগরী ।। সাধন মিত্র


নিশীথে বরদা লক্ষী কো জাগোর্ত্তিতিভাষীনী।

তস্মই বিত্তয়ং প্রজছামি অক্ষই ক্রীড়ায়ং করোতি যঃ !!

- কো জাগোর্ত্তি ?- কে জেগে আছো  - দেবী লক্ষী ডেকে ডেকে এই কথা জিজ্ঞেস করেন বলে এই পূর্ণিমা রাত কে বলে -" কোজাগরী পূর্ণিমা !এই রাতে যে জেগে লক্ষী পুজো করে,দেবী তাকে ধন দান করেন । অক্ষ শব্দের অর্থ - পাশা। অনেকে ভেবে বসেন লক্ষী পূজোর রাত্রে সেটা আবার দীপাবলীর লক্ষী পুজোতেও অনেকে ভেবে বসেন - সেদিন পাশা এখন জুয়া খেললে লক্ষী লাভ হয় , - যেটি সম্পূর্ণ ভুল ধারণা।অক্ষ মানে - মালা - যেমন রুদ্রাক্ষ ! দেবীর পুজো করে রাত ভর দেবীর নাম গান করাকে বলে - অক্ষই ক্রীড়া করতি যাঃ "!

আবার আত্মার দিক থেকে যাঁরা জেগে থাকেন তাঁরা মোক্ষ রূপ শ্রেষ্ঠ ধন বা লক্ষী লাভ করেন  । উপনিষৎ তাই বলছে =" উত্তি ষ্টত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত ""!

লক্ষী পূজোর রাতে যে পুজো না করে ঘুমিয়ে থাকে সে হতভাগা  !! দেবী আশীর্বাদ দিতে এসে তাই ফিরে যান ! আর যিনি জেগে থাকেন অর্থাৎ যার চৈতণ্য জাগ্রত থাকে তিনি পরম ধনে ধনী হন  ! আর মাঠের ধানের শত্রু ইঁদুর কে হত্যা করে আমাদের মাঠের ফসল রক্ষা করে তার বাহন পেঁচা।

আবার সাধু সন্তরা যেমন রাত্রে জপ তপ সাধন ভজন করতে ইচ্ছে করেন ,রাতই সাধনার শ্রেষ্ঠ সময় পেঁচাও ঠিক দিনে ঘুমিয়ে রাত্রে ঘুরে বেড়ায় !! দেবী বলছেন =" আমার বাহন পেঁচা যেমন দিনে অন্ধ,তুমিও তেমনি পরের ধন সম্বন্ধে অন্ধ হও,পাপের পথ,দস্যু বৃত্তির পথ,নিরীহ মানুষ কে শোষণের পথ,মুনাফাবাজীর পথ,ঘুষের পথ,দুর্নীতির পথ,তুমি ভুলক্রমেও দেখোনা,আমার বাহন পেঁচার মতো চোখ বন্ধ করে রাখো - ধনলক্ষী উপার্জন করতে হবে ঠিক কিন্তু তা সৎ ভাবে !!


সাধন মিত্র


আরশিকথা অতিথি কলাম

৯ই অক্টোবর ২০২২

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.