আজ কোজাগরী লক্ষ্মী পূজা

আরশি কথা





নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ



বছর ঘুরে এলো সেই দিন। আশ্বিনের পূর্ণিমা তিথিতে ধনের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মীর পুজো হয়।


গত কয়দিন ধরেই গৃহিণীরা ঘরে ঘরে পুজোর প্রস্তুতি চালাচ্ছিলেন। রবিবার পূর্নিমা তিথিতে  সকাল থেকে শুরু হয় দেবী লক্ষ্মীর আরাধনা।
ব্যস্ত পুরোহিতরা সকাল থেকেই বের হয়ে পড়েছেন। অধিকাংশ বাড়িঘরে সন্ধ‍্যারাতে পুজো হয়। ধনদেবীর আরাধনায় ব্রতী হন অগণিত মানুষ।


ফুল ফল ধূপ দীপ আল্পনা আরো কত কী পুজোর উপকরন সাজিয়ে ধনদেবীর আরাধনায় ব্রতী হন গৃহস্থ ও গৃহিণীরা।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ নিজস্ব

৯ই অক্টোবর ২০২২

3/related/default