প্রসিদ্ধ স্বর্ণ ব্যাবসায়িক প্রতিষ্ঠান শ্যাম সুন্দর কোং জুয়েলার্স প্রত্যেক বছরের মত এবছরও আয়োজন করেছিল প্রাক্ পূজোতে শারদীয়া স্বর্ণ সম্ভার এবং প্রাক্ দীপাবলিতে চমক ভরা ধনতেরাস। বিপুল সাড়া জাগানো এই উৎসব মুখর আয়োজনের মধ্যে শারদীয়া স্বর্ণ সম্ভার ২১ সেপ্টেম্বর থেকে ১লা অক্টোবর এবং চমক ভরা ধনতেরাস ১৪ অক্টোবর থেকে ২৪শে অক্টোবর পর্যন্ত শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর সব শাখা শোরুমে সফলভাবে বাস্তবায়িত হয়। দুটি আয়োজনেই প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহারের পাশাপাশি বিশেষ ছাড় এবং ডেইলি লাকি-ড্র ও মেগা-ড্র এর ব্যবস্থা ছিল। বুধবার আগরতলা শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এ স্বর্ণ সম্ভার ও চমক ভরা ধনতেরাসের সব শাখা শোরুমের কুপনের মধ্যে মেগা লাকি ড্র অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সঙ্ঘের আগরতলা শাখার সহ-সম্পাদক স্বামী বোধিসত্ত্বানন্দজী মহারাজ, স্কুল অব সায়েন্সের ডিরেক্টর অভিজিৎ ভট্টাচার্য্য এবং শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর ডিরেক্টর অর্পিতা সাহা।
# মেগা লাকি-ড্র এর সুইফট ডিজায়ার গাড়ির বিজয়ী হলেনঃ
১। বাপন দেব, কুপন নং K-1121
# মেগা লাকি-ড্র এর স্কুটি বিজয়ীরা হলেন
১। গায়েত্রী সাহা, কুপন নং J-1740
২। মাধুরী চক্রবর্তী, কুপন নং F-1268
স্বামী বোধিসত্ত্বানন্দজী মহারাজ ও অভিজিৎ ভট্টাচাৰ্য্য এই পর্বে উপস্থিত থাকতে পেরে তাদের উৎসাহের কথা জানান ও শ্যাম সুন্দর কোং জুয়েলার্স কে উৎসবের মরশুমের পরিসমাপ্তিতে অভিনন্দন জানান। শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর ডিরেক্টর অর্পিতা সাহা রাজ্যবাসীসহ সমস্ত ক্রেতা ও লাকি-ড্র বিজয়ীদের অভিনন্দন ও শুভ দীপাবলির শুভেচ্ছা জানান। পাশাপাশি প্রত্যেক বারের মত এই উৎসবগুলোতে সংস্থার পাশে থাকার জন্য সকলে বিশেষভাবে কৃতজ্ঞতাও জানান তিনি।
আরশিকথা প্রচার-বিনোদন
২৬শে অক্টোবর ২০২২