রাজ্যে ক্রমবর্ধমান খুন, ধর্ষণ, গণধর্ষণ, নারী নির্যাতন, সন্ত্রাস ইস্যুতে বিক্ষোভ মিছিল করল সিপিএমের পশ্চিম জেলা কমিটি। মিছিল থেকে আহ্বান জানানো হয় এই ধরনের অপরাধমূলক ঘটনার প্রতিবাদে সকল অংশের জনগণকে এগিয়ে আসার।
সোমবার দুপুরে মেলার মাঠের সিপিএমের পশ্চিম জেলা কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। তাতে উপস্থিত ছিলেন-পশ্চিম জেলা কমিটির সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক রতন দাস, পশ্চিম জেলা কমিটির প্রাক্তন সম্পাদক তথা দলের রাজ্য কমিটির সদস্য পবিত্র কর, প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত, নারী নেত্রী কৃষ্ণা রক্ষিতসহ অন্যান্যরা। পরে সভায় বক্তব্য রাখতে গিয়ে রতন দাস ও পবিত্র কর রাজ্যের বর্তমান পরিস্থিতির জন্য শাসকদল ও রাজ্য সরকারের তুলোধুনো করেন।পাশাপাশি খুন, গণধর্ষণ সন্ত্রাসের মতো ঘটনার প্রতিবাদে মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান রাখেন।আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
৩১শে অক্টোবর ২০২২