আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুবার্ষিকী পালনে কংগ্রেস

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুবার্ষিকী পালন করল প্রদেশ কংগ্রেস। আর এই দিনই ৪৯ জন ভোটার যোগ দিলেন কংগ্রেসে‌।

    প্রতিবারের মতো এ বছরও প্রদেশ কংগ্রেসের উদ্যোগে ইন্দিরা গান্ধীর মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।


    কংগ্রেস ভবনের সামনে সোমবার সকালের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন, প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা, গোপাল চন্দ্র রায়সহ অন্যান্য কার্যকর্তারা।


    উপস্থিত সবাই ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান। দীর্ঘদিন পর এদিন কংগ্রেসের প্রকাশ্য কর্মসূচিতে সমীর রঞ্জন বর্মনকে দেখা যায়‌। এদিন প্রবীণ এই নেতার হাত ধরে ৪৯ জন ভোটার কংগ্রেসে যোগ দিয়েছেন। তৃণমূল কংগ্রেসসহ বিভিন্ন দল ছেড়ে আসেন তারা। প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন তাদের বরণ করে নেন।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সুমিত কুমার সিংহ

    ৩১শে অক্টোবর ২০২২
     

    3/related/default