ভারতের লৌহ মানব সরদার বল্লভ ভাই প্যাটেল অখন্ড ভারতের স্বপ্ন বাস্তবায়নের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তার জন্মদিনটিকে বর্তমান ভারত সরকার জাতীয় একতা দিবস হিসেবে পালনের ঘোষণা দেয়। ২০১৪ সাল থেকে ৩১ অক্টোবর দিনটিকে জাতীয় একতা দিবস হিসেবে পালন করা হচ্ছে। এ বছরও এর ব্যতিক্রম হয়নি। প্রতিটি রাজ্যে এমনকি জেলায় জেলায় শ্রদ্ধা সহকারে এই দিনটি পালন করা হয়।
যুব বিষয়ক ক্রিড়া দফতরের উদ্যোগে রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় সোমবার সকালে স্বামী বিবেকানন্দ ময়দানে। এদিন রান ফর ইউনিটির আয়োজন করা হয়।এর সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সমাজের বিভিন্ন অংশের মানুষ, ছাত্র-ছাত্রী, আরক্ষা প্রশাসনের কর্মীরা তাতে অংশ নেন।তার আগে উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে ছিলেন মুখ্যমন্ত্রী ছাড়াও তথ্য-সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, মন্ত্রী রামপদ জমাতিয়া, মুখ্য সচেতন কল্যাণী রায়, সাংসদ রেবতী ত্রিপুরাসহ অন্যান্যরা।এদিন রান ফর ইউনিটি ঘিরে উপস্থিত সবার মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। বেলুন উড়িয়ে দেওয়া হয় ঐক্যের বার্তা।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
৩১শে অক্টোবর ২০২২