২০২৩ এর বিধানসভা নির্বাচন হালকাভাবে নিচ্ছে না বিজেপি। শুক্রবার প্রদেশ বিজেপির এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক হয় রবীন্দ্র ভবনে। তাতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি'র পর্যবেক্ষক মহেন্দ্র সিং, সম্বিত পাত্রাসহ মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, সাংসদ রেবতি মোহন ত্রিপুরা, বিপ্লব কুমার দেবও অন্যান্য নেতৃবৃন্দ। প্রতিটি জেলা ও মণ্ডলস্তর থেকে কার্যকর্তারা এই সাংগঠনিক সভায় যোগ দেন।
আসন্ন বিধানসভা নির্বাচনে দলের রণকৌশল, সাংগঠনিক অবস্থা, আগামী দিনের কর্মসূচি এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সাংগঠনিক বৈঠকে জনসংযোগ বৃদ্ধি এবং কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি বুথ স্তরে দলকে আরো মজবুত ও সংগঠিত করে রাখার ওপর গুরুত্ব দেন দলীয় নেতৃত্বরা।আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
২১শে অক্টোবর ২০২২