সাড়া জাগিয়েই অনুষ্ঠিত হলো আন্ত অফিস সাংস্কৃতিক প্রতিযোগিতা। ২৮ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত তিনদিন ব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিপুরা স্পোর্টস এন্ড কালচারাল এসোসিয়েশান এর সাধারণ সম্পাদক রাজীব চ্যাটার্জি।
এছাড়াও উপস্থিত ছিলেন কমল দে, চেয়ারম্যান অব ম্যানেজমেন্ট সোসাইটি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এই অনুষ্ঠানে মোট ১৮ টি বিষয়ে প্রতিযোগিতা হয়।তার মধ্যে সব থেকে বেশি পুরস্কারের প্রাপ্তি ঘটে গ্রামোন্নয়ন দপ্তরের।এই দপ্তর ৩টি প্রথম পুরস্কার সহ মোট ১৫টি পুরস্কার পায়।যার মধ্যে বাংলা লোকগীতি দলগত বিভাগে প্রথম স্থান অর্জন করার সুবাদে আগামী ১০ নভেম্বর আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হওয়া জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে গ্রামোন্নয়ন দপ্তর।আরশিকথা ত্রিপুরা সংবাদ
৩১শে অক্টোবর ২০২২