শিক্ষা দপ্তরের উদ্যোগে আন্ডার গ্র্যাজুয়েট টিচার ও গ্র্যাজুয়েট টিচার এর অফার ছাড়া হয়েছিল। তার মধ্য আন্ডার গ্র্যাজুয়েট এর অফার আগরতলায় উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুলে জমা নেওয়া হচ্ছে।
শুক্রবার সকালে দেখা যায় অফার হাতে নিয়ে উপস্থিত ভাগ্যবান যুবক-যুবতিরা। অফার জমা নেয়ার পরে পোস্টিং লেটার পাঠানো হবে তাদের বাড়িতে।শিক্ষা দপ্তরের আধিকারিক অভিজিৎ সমাজপতি এই কথা জানালেন।প্রসঙ্গত বলা যায় কথা রাখলেন শিক্ষা দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। তিনি আগেই বলেছিলেন পুজোর আগে শিক্ষা দপ্তরে টেট উত্তীর্ণদের নিয়োগের অফার ছাড়া হবে। সেই অনুযায়ী ছাড়া হল অফার।এখন তা জমাও নেওয়া হচ্ছে। কিছু দিনের মধ্যেই পোষ্টিং লেটার ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।