রাজ্যের বেকার ফার্মাসিস্টরা বড় বেকায়দায় আছে। একাধিকবার রাজ্য মন্ত্রিসভায় তাদের নিয়োগের ঘোষণা দিয়েও নিয়োগ প্রক্রিয়া শুরুই হচ্ছে না। বিভিন্ন সময়ে সরকারের মন্ত্রী, বিধায়ক ও দপ্তরের আধিকারিকদের কাছে গিয়েছেন তারা। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। এদিকে বছর বছর বেকার ফার্মাসিস্টদের সংখ্যা বাড়ছে। এলোপ্যাথি, হোমিওপ্যাথি ও আয়ুর্বেদিক তিনটি বিভাগেই ফার্মাসিস্ট নিয়োগ করা হবে বলে গত বছরের ডিসেম্বরে রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু সে সিদ্ধান্ত এখন পর্যন্ত কার্যকর হয়নি। ফলে হতাশা বাড়ছে বেকার ফার্মাসিস্টদের মধ্যে।
রবিবার আনএমপ্লয়েড ফার্মাসিস্ট অফ ত্রিপুরার পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করে এই কথাগুলি জানানো হয়। তাদের আক্ষেপ বর্তমান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার সঙ্গে সাক্ষাতের জন্য একাধিকবার আবেদনপত্র জমা দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত তাদের কাছে মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে একটি ফোনও আসেনি। বেকার ফার্মাসিস্টদের দাবি সরকার যেন মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন করতে উদ্যোগী হয়। দীর্ঘ সময় ধরে নিয়োগ বন্ধ থাকার ফলে চরম আর্থিক সংকটের মুখে বেকার ফার্মাসিস্টরা। তারা এদিনের সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে বর্তমান রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
১৬ই অক্টোবর ২০২২