সিএনজি গ্যাস এবং পাইপ লাইনের রান্নার গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে গত পয়লা অক্টোবর। এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জেলায় আগামী ১৮ অক্টোবর মঙ্গলবার প্রতিবাদ কর্মসূচি পালন করবে ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেস।
রবিবার আগরতলার চিত্তরঞ্জন রোড এলাকার প্রদেশ তৃণমূল কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন দলের নেত্রী সুস্মিতা দেব। তিনি আরো জানান, সরকার যদি অবিলম্বে তাদের দাবি মেনে গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার না করে তাহলে আগরতলায় তারা বৃহৎ আন্দোলনের ডাক দেবেন। এদিনের সাংবাদিক সম্মেলনে তার সঙ্গে ছিলেন প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শান্তনু সাহাসহ অন্যান্যরা।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
১৬ই অক্টোবর ২০২২