আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    নির্বাসনে...... বিধানেন্দু পুরকাইত, কলকাতা

    আরশি কথা


     নির্বাসনে......


    আমার সামনে এতো মানুষ

    অথচ কোনো নারীকে দেখতে পাই না কেন? 


    কে তবে হরণ ক'রে নিয়ে গেল

    কোমল হাতের স্পর্শ

    পুরুষকে বুকে আগলে রাখার চেতনা

    দুর্বিপাকে বিচ্ছিন্ন পুরুষত্বকে

    হৃদয়ে রাঙিয়ে তোলার নরম রোদ! 


    আমি নারীকে দেখতে পাই না কেন? 


    কাঠফাটা রোদে ক্লান্ত পুরুষকে

    একগ্লাস শীতল জল

    পাখার বাতাস

    নিদেনপক্ষে একটা গামছা এগিয়ে দিত নারীই

    ভালবাসার শিউলি ছড়িয়ে পড়ত 

    ক্লান্তিতে ঘুমিয়ে পড়া পুরুষের সারা শরীরে। 


    পুরুষ চিরকাল নারীর স্পর্শে 

    আগ্নেয়গিরির ন্যায় দুর্ধর্ষ প্রতাপে

    উন্নততর পৃথিবীর দিকে এগিয়ে গেছে। 

    সৃষ্টির মহিমায় নারীই সাজিয়েছে বরণডালা

    বৈদিক যুগ থেকে কল্পনা চাওলা

    নারীর স্পর্শ পুরুষকে অমরত্ব দিয়েছে। 


    এতো মানুষের ভিড়

    একজনও নারীকে দেখি না কেন! 

    তবে কী মনুষ্যত্বের আকাল প্রহরে

    আমি ডুবে যাচ্ছি - আমি হারিয়ে যাচ্ছি! 


    হায় পৃথিবী! 

    আমাকে এ কোন অরণ্যে নিয়ে এলে! 

    কেন কেন কেন বলো

    অকোমল পাথরের কোলে আমার অবস্থান

    নির্ধারিত হলো! 


    নারীর বুকে 

    মুখ গুঁজে একবার

    নির্বাসনে পাঠাও পৃথিবী


    - বিধানেন্দু পুরকাইত, কলকাতা


    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

    ২৭শে নভেম্বর ২০২২  

    3/related/default