ও পাখি তুই থাকিস কোথায়
কাটাস কোথায় বেলা?
ডানা মেলে নিরুদ্দেশে
করিস নাকি খেলা?
বন্দি আমি একলা ঘরে
মায়ের শাসন বড়ো,
বলবে :'খোকা,সবার আগে
পড়া তুমি করো'।
পড়া আমার ভাল্লাগে না
বোঝাই আমি কাকে,
ও পাখি তুই আসল কথা
বল্ না আমার মাকে।
পড়া ছাড়াই আছিস্ তো বেশ
কিইবা ক্ষতি তাতে,
ডানা মেলে ইচ্ছে ঘুরিস
নিজের মায়ের সাথে।
আমি কিছু বললে মাকে
কান মলে দেয় কসে,
সত্যি যদি মানুষ হবে
করো পড়া বসে।
চাই না আমি মানুষ হতে
পাখিটি তুই যেমন,
ডানা মেলে উড়িস খুশি
চাই হতে ঠিক তেমন!
- নির্মলেন্দু শাখারু
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
২৭শে নভেম্বর ২০২২