একটা দিনের জন্য চলো
মোহনার দিকে হাঁটি
কিছুটা সময় বেঁধে নিই।
মাঝ সমুদ্রে হারিয়ে যাওয়ার আগে
বাঁচিয়ে রাখি শ্বাস--
এই একটা দিনেই আমি তোমাকে
শান্ত নদীর মতো দেখি!
চিবুকে রাখি মাথা,
ওষ্ঠে আশ্রয়...
একটা দিনেই তো, তোমাকে চেয়েছি
পিছুটানহীন কিশোরীমেঘ
অনিবার্য অসুখ অথবা ক্ষয়
চলো ভাসিয়ে দিই--
একটা মাত্র দিনের জন্যই অপেক্ষা আমার
দু'হাতে প্রিয় সারাৎসার।
দু'চোখে অপার বিস্ময়!
- দেবজ্যোতি কর্মকার
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
২৭শে নভেম্বর ২০২২