আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    একটা দিনের জন্য ....... দেবজ্যোতি কর্মকার

    আরশি কথা

    একটা দিনের জন্য .......


    একটা দিনের জন্য চলো

           মোহনার দিকে হাঁটি

    কিছুটা সময় বেঁধে নিই।

    মাঝ সমুদ্রে হারিয়ে যাওয়ার আগে 

    বাঁচিয়ে রাখি শ্বাস--



    এই একটা দিনেই আমি তোমাকে 

       শান্ত নদীর মতো দেখি!

    চিবুকে রাখি মাথা,

    ওষ্ঠে আশ্রয়... 



    একটা দিনেই তো,  তোমাকে চেয়েছি

    পিছুটানহীন কিশোরীমেঘ

    অনিবার্য অসুখ অথবা ক্ষয়

    চলো ভাসিয়ে দিই--



    একটা মাত্র দিনের জন্যই অপেক্ষা আমার 


    দু'হাতে প্রিয় সারাৎসার। 

    দু'চোখে অপার বিস্ময়!


    - দেবজ্যোতি কর্মকার 


    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

    ২৭শে নভেম্বর ২০২২

     

    3/related/default