শিলংয়ে বাঙ্গালীদের উপর হামলার প্রতিবাদে সোচ্চার হয়েছেন আমরা বাঙালি দল। দলের রাজ্য কার্যালয়ের সামনে মঙ্গলবার বিক্ষোভ দেখায় এরা। তাদের দাবি শিলংয়ে বাঙ্গালীদের উপর হামলাকারী দুষ্কৃতীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে এবং বাঙ্গালীদের নিরাপত্তা দিতে হবে।
দলের রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল জানান গত ২৮ অক্টোবর শিলং এ একদল উগ্র বাঙালি বিদ্বেষী বাঙালিদের উপর আক্রমণ চালায়। দোকানপাট পুড়িয়ে দেওয়া হয়। এর প্রতিবাদেই তাদের এই বিক্ষোভ। তিনি আরো বলেন, দেশের বিভিন্ন জায়গাতেই বাঙ্গালীদের উপর আক্রমণ চলছে। কেন্দ্রীয় সরকার তা বন্ধ করতে যেন উদ্যোগী হয়।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
২রা নভেম্বর ২০২২