জিবি হাসপাতালের বেসরকারি জেনারেটর কর্মীদের মৌখিকভাবে ছাঁটাই করা হয়েছে। তার প্রতিবাদে বিক্ষোভে শামিল হয়েছেন ১২ জন জেনারেটর কর্মী। তাদের বক্তব্য, নতুন করে টেন্ডার হওয়ার পর যিনি দায়িত্ব পেয়েছেন তিনি পুরনো কর্মীদের এক নভেম্বর থেকে কাজে না আসার জন্য বলেন। এই অবস্থায় জেনারেটর কর্মীদের বক্তব্য, কাজে না রাখা হলে তারা এখন কোথায় যাবেন ? কিভাবে সংসার প্রতিপালন করবেন ? এদিকে এখন জিবি হাসপাতালে বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হলে জেনারেটর কি ভাবে চালু করা হবে তা নিয়েও প্রশ্ন উঠেছে।
বিগত প্রায় ১২-১৩ বছর ধরে কাজ করছেন এই জেনারেটর কর্মীরা। তাদের দাবি, যিনি টেন্ডার পান তাদেরকে যেন কাজে নিয়োজিত রাখা হয়।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
২রা নভেম্বর ২০২২