Type Here to Get Search Results !

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর "শুভ বিবাহ উৎসব ২০২২", শুরু ৯ নভেম্বর

আরশিকথা ডেস্কঃ


শ্যাম সুন্দর কোং জুয়েলার্স নিয়ে এসেছে 'শুভ বিবাহ উৎসব ২০২২ - যা চলবে আগামী ৯ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত। 'শুভ বিবাহ উৎসব' ভারতীয় বিবাহের এমন এক উদযাপন যা প্রথমবারের মতো ২০০৯ সাল থেকে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স সাফল্যের সঙ্গে আয়োজন করে ।

পরে কলকাতার কয়েকটি প্রধান হাউজিং সোসাইটি ও বিশিষ্ট ক্লাবও এই কর্মকাণ্ডে যুক্ত হয়ে হয়ে পড়ে। এরপর থেকে যত সময় গড়িয়েছে ততই এর পরিধিও বেড়েছে। এই উদ্যোগের উদ্দেশ্য হল ভারতীয় ঐতিহ্যের বর্ণময় উদযাপন। এই উদযাপনে বিয়ের নাচ-গানের মাধ্যমে বিয়ের মরসুমকে যেমন স্বাগত জানানো হয়। তেমনি গ্রাহক বন্ধুদের জন্য নানা অফার ও উপহারের ডালি ঘোষণা করা হয়। সাথে সোনা এবং হিরের বিয়ের গয়নার এক সম্পূর্ণ নতুন সংগ্রহ উন্মোচন করা হয়। যা এই বছরের বিয়ের মরসুমের জন্য বিশেষভাবে ডিজাইন এবং কারুকাজ করা। এই উৎসব উদযাপন করার জন্য গ্রাহকদের জন্যও নিয়ে আসা হয়েছে অনেক আকর্ষণীয় অফার। ক্রেতাদের জন্য থাকছে সোনা ও হিরের গয়নার মজুরিতে ৫০% পর্যন্ত ছাড়। পাশাপাশি বালি, ব্যাঙ্কক এবং আবুধাবিতে হলিডে প্যাকেজ জেতার সুযোগ এবং প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার। রবিবার মানিক্য এ্যানক্লেভ স্পেশাল প্রিভিউ হিসেবে শুরু হয় এক অডিও ভিসুয়াল দিয়ে। যেখানে বিয়েতে সোনার গুরুত্ব কতটা তা তুলে ধরার পাশাপাশি একজন কনে বিয়ের গয়নায় কীভাবে সেজে উঠে তার জীবনের নতুন অধ্যায়ের সূচনা করে তা দেখানো হয়। একইসঙ্গে ঐতিহ্যবাহী বাঙালি বিয়ের চিরন্তন সনাতনী প্রথা, রীতি-রেওয়াজ নিয়ে একটি উপস্থাপনা করা হয়। আজকের দিনে দাঁড়িয়ে বিয়ে নামক প্রতিষ্ঠানের মূল্যায়ন ও প্রাসঙ্গিকতা তুলে ধরা হয়। ভারতের অন্যান্য অঞ্চলে শুভ বিবাহ উৎসব কীভাবে পালিত হয় তাও তুলে ধরা হয়। সব কিছুর শেষে এই সন্ধ্যায় বাঙালির ঐতিহ্যবাহী ভোজ দিয়ে ভারতীয় বিবাহ উদযাপন করা হয়। শ্যাম সুন্দর কোন জুয়েলার্সের ডিরেক্টর অর্পিতা সাহা বলেন, "আমরা সবসময়ই ব্রাইডাল জুয়েলারি উইথ সেন্টিমেন্টস অ্যাটাচড-এর মতো প্রচারাভিযান এবং অন্যান্য আনুষঙ্গিক কাজের মাধ্যমে ভারতীয় বিবাহকে আবেগপ্রবণ করে ভুলেছি। কারণ বিবাহই এই সমস্ত কিছুর অন্তরে থাকে। আর এজন্যই এটা খুবই বিশেষ।" সংস্থার আরেক ডিরেক্টর রূপক সাহা বলেন, "বিয়ের মরসুমে আমাদের শুভ বিবাহ উৎসব' একটি বিশেষ উদযাপন। ২০০৯ সালে একটি ইন-স্টোর উপস্থাপনা দিয়ে এটি শুরু হয়েছিল। এই উৎসব এখন একটি বার্ষিক উদযাপন হয়ে উঠেছে।" তিনি আরো বলেন, "এই বছরের সংস্করণে প্রিভিউতে ঐতিহ্যবাহী বাঙালী বিয়ে, ভারতের নানা অঞ্চলের বিয়ের নাচ-গানকে যেরকম উপস্থাপনা করা হয়, ঠিক তেমনি ত্রিপুরার জনজাতির নব-দম্পতির রূপকেও উপস্থাপনা করা হয়। আমাদের আশা এবারে উপস্থাপনা সবার কাছেই হৃদয়গ্রাহী হবে"। 'শুভ বিবাহ উৎসব' অফারটি শ্যাম সুন্দর কোঃ জুয়েলার্স- এর ত্রিপুরার আগরতলা, খোয়াই, ধর্মনগর ও উদয়পুর সব ক'টি শোরুম ছাড়াও কলকাতার সব গড়িয়াহাট, বেহালা ও বারাসাত শোরুমেও চলবে। সংস্থার তরফ থেকে সবাইকে শুভ বিবাহ উৎসব-এ আমন্ত্রণ জানানো হয়েছে।


আরশিকথা প্রচার-বিনোদন

৬ই নভেম্বর ২০২২

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.