Type Here to Get Search Results !

শোষকের ভূমিকায়,শুধু পুরুষই? - স্বপন তালুকদার,বারাসত,কোলকাতা

শোষকের ভূমিকায়,শুধু পুরুষই?


সমাজের শোষিত কি শুধু--

নারীদেরই দেখা যায়?

পুরুষরা কি কেবলই, শোষকের ভূমিকায়? পরিস্থিতিটা, একদমই তাই নয়।

সুমন বাবুর মতো, পুরুষরাও সামাজিক ও পারিবারিক ভাবে  অত্যাচারিত হয়।।


নারীদের জন্য,একাধিক আইন--

 লক্ষ্য করা যায়।

কিন্তু সংসারে,অত্যাচারিত পুরুষদের জন্য--

সেই আইন কোথায়?

সুমন বাবুর মতো,অনেকেই বোধহয়,

লজ্জার কারণে, এক হয়--

অন্যথায়, আইনের পায় ভয়--

তারপরে, জীবন যুদ্ধের পরাজয়!!


পারিবারিক  হিংসার--

ও বৈবাহিক নিষ্ঠুরতার--

যে সমস্ত পুরুষরা, নিঃশব্দে হচ্ছেন শিকার, 

আইনের আওতায় এবার,

তাদেরও সুবিচার পাওয়ার,

 আছে দরকার।।


কাবেরীর মতো কিছু, নারী আছেন হায়।

নিরীহ, সুমন বাবুদের--

 জীবন শেষের, কারণ হয়ে দাঁড়ায়।।


প্রত্যেক মহিলাকে  তার--

অবশ্যই দিতে হবে- সম্মানের অধিকার।। 

একথা একবার নয়--

স্বীকার্য, হাজার বার।।

মহিলাদের সম্মানের ক্ষেত্রে,

আমিও সবসময় অনড়।

প্রকৃত অর্থে, তারাই ঘরের লক্ষী--

সামলায়, নিজের ঘর ।।

কখনোই, কোনো মহিলার--

বিরুদ্ধে, কোনো প্রকার,

নির্যাতনের প্রশ্রয় দেওয়া, হয় না যেন আর।

এই দিকে যত্ন নেওয়া--

 আমাদের সবার, অবশ্যই দরকার।।


 কিন্তু সাথে সাথে, পুরুষদেরও--

 সুরক্ষা ও অধিকার--

সুনিশ্চিত করবার, আছে দরকার..

নারী-পুরুষ, তো  সমান সমান অধিকার,

সব ক্ষেত্রেই, আজ বলা হয় বারবার।

তবে সুমন বাবুদের মতো--

অবহেলিত পুরুষদের, দায়ভার কার?

এ প্রশ্ন, থেকে গেলো আমার?


প্রতিটি সফল পুরুষদের পেছনে--

হাত থাকে, একজন মহিলার।

এ কথা,সঠিক,জানা আছে সবার।

তবে, সফল মহিলাদের পেছনে--কি?

পুরুষের, কোনো হাত থাকে না, আর?

স্বামী ও শ্বশুরবাড়ির থেকে--আন্তরিকতার,

সমর্থন পায়, বারবার।

এই সত্য কথার--

 উদযাপন করা, হয় না আর।

প্রচারের আলোয়, আসে না একটি বার।

কেন? এ কথা করলে স্বীকার--?

ভয় থাকে কি?

নারীর ক্ষমতায়ন, কমে যাবার?

নারী পুরুষ সবাইকে--

 সমান প্রাধান্য দেওয়ার--

বোধহয়, সময় এসেছে এবার?

( এই লেখা একান্ত ব্যক্তিগত আমার, কল্পনাপ্রসূত এক ভাবনা, আমার কলমে, সকল নারীদের সন্মান দিয়ে এই লেখা, বিচ্ছিন্ন কিছু ঘটনা অবলম্বনে)


স্বপন তালুকদার

বারাসত,কোলকাতা


১৯শে নভেম্বর ২০২২

   

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.