আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ।। ভরসার নাম সুজন ।। কবিতা ।। বর্ধমান থেকে রাণা চাটার্জী

    আরশি কথা

    ।। ভরসার নাম সুজন ।।


    মনে কি পড়ে প্রিয়,

    স্মৃতি শৈশব হাতছানি আজ

    ভাবুক হই ফেলে সব কাজ!

    সেই সাইকেল,ব্যাগ,স্কুল পথ

    হাওয়ায় ভাসে জয় মনোরথ,

    সব আজও স্মরণীয়।

    সেদিনের ছোট্ট  লজেন্স

    কত খুশি ভরা চোখ,

    অল্পতেই সন্তুষ্টি ভীষন

    কম ছিল দুর্ভোগ।

    আজ ফ্রিজ ভরা চকোলেট বার

    দামী বিদেশি ক্রীম কেক,

    জটিল জীবন বেশ আলোড়ন

    শুধু তুই ছাড়া সব ফেক।

    বাড়ছে বয়স,ইচ্ছেরা জেগে

    শুদ্ধ ভালোবাসার স্রোতে,

    বেঁচে থাকুক বন্ধুত্ব,

    উচ্চারিত হোক ভরসার নাম

    "সুজন"পরস্পরের ঠোঁটে।


    রাণা চাটার্জী, বর্ধমান


    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

    ১৩ই নভেম্বর ২০২২

     

    3/related/default