বাঁশ বাগানের ফাঁকে ফাঁকে
শালিক চড়াই সারি,
দিনের শেষে ভীড় জমালো
হয়তো সেতা বাড়ি!
কিচিরমিচির করছে সেথা
জমাট বাঁধা কথায়,
সারাদিনের ব্যস্ত জীবন
রুটিন বাঁধা পাতায়।
কচি পাতা ঠোঁট মেলেছে
চাঁদের স্নিগ্ধ হাসি,
গোঠের রাখাল ফিরছে বাড়ি
সুর তুলেছে বাঁশী।
বাঁশীর টানে বাঁশ বাগানে
ডালপালারা দোলে,
শালিক চড়াই গল্প জুড়ে
দখিন হাওয়ার কোলে।
বাঁশের গায়ে ফুটছে যবে
নূতন ফুলের কুঁড়ি,
ভাদর আশ্বিন কাঁচা বাঁশে
ভ্রমর বসে উড়ি।
দিনান্তে এক ক্লান্ত বেলায়
সুখ সারীদের গান,
চাঁদের আলোর বাণ ডেকেছে
শ্যামলী বাঁশ বাগান।
সুপর্ণা মজুমদার রায়, আগরতলা
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
১৩ই নভেম্বর ২০২২