Type Here to Get Search Results !

বীরসা মুন্ডার জন্মদিন পালনে কৃষক সভা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


সারা ভারত কৃষক সভার ৩৫তম সর্বভারতীয় সম্মেলন আগামী ১৩ থেকে ১৬ ডিসেম্বর কেরালায় অনুষ্ঠিত হবে। এই উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে কৃষক সভা। তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার বীরসা মুন্ডার জন্মবার্ষিকীতে পতাকা দিবস পালন করা হয়। সেই পতাকাটি এদিন উত্তোলন করা হয়। তা একমাসব্যাপী থাকবে প্যারাডাইস চৌমুহনীতে। এদিন মেলার মাঠস্থিত কৃষক সভার রাজ্য কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়। রাজ্য স্তরে অনুষ্ঠান হয় প্যারাডাইস চৌমুহনীতে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষক সভার রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর, প্রাক্তন সাংসদ মতিলাল সরকারসহ রাজ্য নেতৃত্বরা। বক্তারা কৃষকদের বঞ্চনার এবং তাদের প্রতিশ্রুতি ভঙ্গের প্রসঙ্গ তুলে বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। এদিকে মোহনপুর মহকুমার দুর্গাবাড়ি চা বাগানে মহান স্বাধীনতা সংগ্রামী প্রয়াত বীরসা মুন্ডার ১৪৪ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়। এই দিনটিকে কেন্দ্রীয় সরকার জনজাতি গৌরব দিবস হিসেবে ঘোষণা করেছে। চা বাগানে আয়োজিত এই অনুষ্ঠানে চা শ্রমিকদের পাশাপাশি অন্যান্য বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। সবাই বীরসা মুন্ডার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সুমিত কুমার সিংহ

১৫ই নভেম্বর ২০২২
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.