ত্রিপুরা চর্ম শিল্পী সমিতির রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার ভানু ঘোষ স্মৃতিভবনে। সেখানে উপস্থিত ছিলেন বিরোধীদল নেতা মানিক সরকার।
বক্তব্য রাখতে গিয়ে তিনি মূলত সংগঠন বৃদ্ধির উপর গুরুত্ব দেন। ডিসেম্বরের ১৫ তারিখের মধ্যে অন্তত ৫০০০ সদস্যপদ সংগ্রহের জন্য বলেন। সংগঠনের নেতৃত্বদের পরামর্শ দেন অন্তত দুইটি করে মহকুমায় সংগঠনের কর্মীদের মধ্যে বৈঠক করে সংগঠনের শক্তি বৃদ্ধি করার জন্য। একই দিনে অন্তত দুইটি মহকুমায় বৈঠক করার জন্য বলেন তিনি। বিরোধী দলনেতা তার বক্তব্যে রাজ্যের বর্তমান পরিস্থিতি প্রতিকুল বলে উল্লেখ করেন। উপস্থিত কর্মীদের এর থেকে পরিত্রাণ পেতে নিজের পরিবার, নিজের এলাকার মানুষদের সঙ্গে কথা বলে দলে আনার পরামর্শ দেন। দলে না আসুক অন্তত বামপন্থী বিভিন্ন সংগঠনগুলির জনস্বার্থমূলক আন্দোলনে যোগদান করার জন্য আহ্বান জানাতে বলেন। প্রত্যেককে অন্তত ৫-১০টি বাড়ির সঙ্গে কথা বলার জন্য পরামর্শ দেন বিরোধী দলনেতা। তিনি আরো বলেন, শুধু সম্মেলন থেকে নতুন কমিটি করে বাড়িতে চলে গেলে হবে না। তাতে পরিস্থিতির পরিবর্তন হবে না। সংগঠন বৃদ্ধির জন্য দায়িত্ব নিতে হবে। ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।এদিনের এই অনুষ্ঠানে বিধায়ক রতন ভৌমিকসহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
৬ই নভেম্বর ২০২২