আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সরোজ সংঘের মাঠ সংস্কার হবেঃ মেয়র

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    রাজধানীর জগহরি মুড়া এলাকায় সরোজ সংঘের মাঠ বেদখল হয়ে যাচ্ছে। একাংশ স্বার্থান্বেষী লোক এর সঙ্গে জড়িত। সংঘ কর্তৃপক্ষের এই অভিযোগের মূলে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার শুক্রবার মাঠটি পরিদর্শনে যান। কথা বলেন সংঘের কার্যকর্তাসহ এলাকার গণ্যমান্যদের সঙ্গে। মাঠটি একদিকে যেমন জবরদখল হয়ে যাচ্ছে তেমনি জঙ্গলাকীর্ণ হয়ে যাচ্ছে। নোংরা আবর্জনা তো আছেই। এমনকি নেশা জাতীয় দ্রব্যের প্যাকেট, মদের বোতল পর্যন্ত ফেলা হচ্ছে। সব দেখে মেয়র জানান মাঠটি সংস্কার করা হবে। খেলার উপযোগী করে তোলা হবে। এলাকাবাসীদের কেউ সচেতন হওয়ার আবার জানান তাছাড়া এই মাঠে বিয়ে বাড়ি করে ব্যবসা করতে দেওয়া হবে না বলেও জানান মেয়র।

    একটি দুষ্ট চক্র মাঠ থেকে অন্যভাবে ব্যবহার করতে চাইছে বলে অভিযোগ রয়েছে। মেয়রের আশ্বাস পেয়ে খুশি সংঘ কর্তৃপক্ষ এবং স্থানীয় শুভবুদ্ধি সম্পন্ন জনগণ।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সুমিত কুমার সিংহ

    ৪ঠা নভেম্বর ২০২২
     

    3/related/default