আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ডিজিপি'র দ্বারস্থ কংগ্রেস

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    বিশালগড়ের রাউৎখলায় কংগ্রেস অফিস পুড়িয়ে দেওয়া এবং কংগ্রেস কর্মীদেরকে বিনা দোষে আটক করা সহ বিভিন্ন ঘটনার প্রতিবাদে রাজ্য পুলিশের মহা নির্দেশকের কাছে ডেপুটেশন দিল প্রদেশ কংগ্রেস। শুক্রবার এই ডেপুটেশন কালে প্রতিনিধি দলে ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা, গোপাল চন্দ্র রায়, পি সি সি সদস্য হরেকৃষ্ণ ভৌমিকসহ অন্যান্যরা। শ্রী সাহা জানান বিশালগডসহ বিভিন্ন জায়গায় কংগ্রেস কর্মীদের উপর হামলা হচ্ছে। পুড়িয়ে দেওয়া হচ্ছে কংগ্রেস কার্যালয়। অথচ পুলিশ শাসক দলের দুষ্কৃতিদের প্রশ্রয় দিয়ে উল্টো কংগ্রেস কর্মীদেরকেই আটক করছে। মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে বিরোধীদের। বিরোধীদের কোন রকম নিরাপত্তা নেই। এইসব প্রতিবাদে এবং অভিযোগ জানাতেই রাজ্য পুলিশের মহা নির্দেশকের কাছে ডেপুটেশন দেন তারা। বিশালগড়ের এসডিপিও এর ভূমিকায় তীব্র নিন্দা জানান তিনি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয় জিরানিয়াসহ বিভিন্ন জায়গায়। কংগ্রেস কর্মীদের উপর হামলার প্রসঙ্গও তুলেন তিনি। দোষী পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ডিজিপির দৃষ্টি আকর্ষণ করেন। অন্যথায় কংগ্রেস চুপ করে থাকবে না। বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে স্পষ্ট জানিয়ে দেন শ্রী সাহা।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ৪ঠা নভেম্বর ২০২২
     

    3/related/default