স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা ব্যবস্থা ও কৃষির উন্নয়নে রাজ্য সরকার সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে। রাজ্যে বর্তমানে দুটি মেডিক্যাল কলেজ রয়েছে। এডিসি এলাকায় আরেকটি মেডিক্যাল কলেজ করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। আমবাসায় নতুন মেডিক্যাল কলেজ করার জন্য ইতিমধ্যেই জায়গা চিহ্নিত করা হয়েছে। আইজিএম হাসপাতালে ডেন্টাল মেডিক্যাল কলেজ গড়ে তোলা হবে। প্রস্তুতি চূড়ান্ত করা হচ্ছে। শুক্রবার সন্ধ্যায় আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের কার্ল ল্যান্ডস্টেইনার অডিটোরিয়ামে অ্যাসোসিয়েশন অব ফিজিশিয়ানস অব ইন্ডিয়ার দশম পূর্বাঞ্চলীয় কনফারেন্স এবং এপিআই ত্রিপুরা শাখার ২২তম সম্মেলনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের দুটি মেডিক্যাল কলেজ প্রায় একসাথেই যাত্রা শুরু করেছিল। এই দুটি মেডিক্যাল কলেজ পরিচালনা করতে গিয়ে আমরা অনেক কিছু শিখেছি, অভিজ্ঞতা অর্জন করেছি। কলেজ যারা পড়ান তারাও জ্ঞানে ও অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়েছেন। প্রসঙ্গক্রমে তিনি বলেন, রাজ্যের চিকিৎসকদের অভিজ্ঞতা বৃদ্ধি পাওয়ায় বর্তমানে বহির্রাজ্যে রেফারের সংখ্যা অনেক কমেছে। বর্তমানে রাজ্যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতেও আধুনিক চিকিৎসা পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা চিকিৎসকদের পদোন্নতির ব্যবস্থা করেছে রাজ্য সরকার। চিকিৎসকদের বিভিন্ন সমস্যার সমাধান করতে রাজ্য সরকার আন্তরিক প্রয়াস জারি রেখেছে। তিনি বলেন, আমাদের রাজ্যের চিকিৎসকদের মান কোনও অংশেই কম নয়। চিকিৎসকগণ যে সাফল্যের সঙ্গে সাফল্যের সঙ্গে তাদের কাজ করছেন তা সবার সামনে তুলে ধরতে হবে। এই কনফারেন্সে যারা এসেছেন তাদের সবাইকে তিনি স্বাগত জানান এবং কনফারেন্সের সাফল্য কামনা করেন। মুখ্যমন্ত্রী সম্মেলন উপলক্ষে প্রকাশিত স্মরণিকারও আবরণ উন্মোচন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুম্বাই থেকে আগত প্রখ্যাত নিউরোলজিস্ট প্রফেসর ডাঃ সতীশ ভি খাদিলকার, এপিআই এর পূর্বাঞ্চলের চেয়ারম্যান প্রফেসর ডাঃ স্বরূপ বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন ইজাপিকন-২০২২-এর অর্গানাইজিং সেক্রেটারি ডাঃ মেজর প্রণব কান্তি দত্ত। উপস্থিত ছিলেন ডিন প্রফেসর ডাঃ জ্যোতির্ময় পাল। সভাপতিত্ব করেন সংগঠনের অর্গানাইজিং চেয়ারম্যান ডাঃ অতনু ঘোষ। অতিথিরা বেস্ট পেপার এবং পোস্টার তৈরির জন্য বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সংগৃহীত
২৫শে নভেম্বর ২০২২